মোঃ আশরাফ উদ্দিন, বিশেষ প্রতিনিধি
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরা হাইওয়ে রাস্তা হইতে পৌরসভার কালামপুর হয়ে সোহাগ পল্লী রোডে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কালামপুর ও পাঁচলক্ষী হয়ে দুটি শাখা রাস্তার একটি চার রাস্তার মোর হয়ে সাহেবাবাদ বক্তারপুর হয়ে উত্তর রাজাবাড়ি সংযুক্ত হইছে। অপর রাস্তাটি কালামপুর খোয়াজের বাড়ি তিন রাস্তা হয়ে সাহেবাবাদ পূর্বপাড়া হয়ে দিঘীবাড়ি সংযুক্ত হইছে। উভয় রাস্তা দিয়ে পোষাক শ্রমিক সহ হাজার লোক যাতায়াত করেন। খোঁজ নিয়ে দেখা যায় কালামপুর চার রাস্তা থেকে উত্তর দিকে এবং খোয়াজের বাড়ি তিন রাস্তা থেকে উত্তর দিকে উভয় রাস্তা বন বিভাগের বনের মধ্যে দিয়ে থাকার কারনে উক্ত রাস্তা দুটো ছিনতাই ও ডাকাতি আতংক লেগেই থাকে। বিশেষ করে মিল কারখানার বেতনের সময় প্রতি মাসে ৫ থেকে ১০ তারিখে অনেকেই তাদের কবলে পড়ে সারা মাসের ইনকামসহ গুরুতর জখম হন। এই প্রতিবেদন প্রকাশের আগে গত ১২ মে রাত আনুমানিক ১১ টায় ডাকাতদের আক্রমণে মহিলা সহ সাহেবাবাদ গ্রামের আঃ মালেকের ছেলে পোষাক শ্রমিক মনির গুরুতর আহত হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। এলাকার লোকজনদের সাথে আলাপকালে তারা জানান পুলিশ নিয়মিত টহল দিলেও দীর্ঘ জায়গা জুড়ে বন থাকায় ডাকাতী ও ছিনতাই নিয়মিত আতংকে পরিনত হয়েছে। তাদের চাওয়া বনের রাস্তায় যদি লাইটিং সহ স্থায়ী পুলিশ পাহারা দেওয়া হয় তাহলে এই আতংক কিছুটা হলেও লাগব হবে। এই সমস্যার জন্য এলাকা বাসি সরকারি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা সদস্য ও পৌরসভার হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.