মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের দোকান থেকে চিকেন ফ্রাই কেনা নিয়ে দ্বন্দের জেরে দোকানি নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- আসাদুজ্জামান চয়ন (২৭)। এই ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছে।মঙ্গলবার দুপুরে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দোকানির নাম হাফিজুল ইসলাম (২৭)। নিহতের ছোট ভাই সজীম মিয়া বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।মামলা সূত্রে জানা গেছে, নিহত দোকানি হাফিজুল ইসলাম (২৭) মিরপুর ১০ নম্বরের শেকসন ৬ এর ৩ নম্বর রোডে গত দুই বছর ধরে চিকেন ফ্রাই বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে আসামি চয়ন ও তারেকসহ কয়েকজন যুবক হাফিজুলের দোকানে গিয়ে চিকেন ফ্রাই কেনেন। মূল্য পরিশোধের জন্য তারা একটি ১০০ টার নোট দেন। কিন্তু টাকাটি ছেড়া থাকায় দোকানি টাকাটি পরিবর্তন করে দিতে বলেন। কিন্তু আসামিরা টাকা পরিবর্তন করে না দিয়ে তর্কবিতর্ক শুরু করে।
এর এক পর্যায়ে চয়ন ও তারেকসহ অন্যরা মিলে হাফিজুলকে মারধর করে। এতে সে জ্ঞান হারালে স্থানীয়রা তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পরে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে আসামি আসাদুজ্জামান চয়নকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। হত্যায় জড়িত তারেকসহ অন্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.