সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে ছেলের ইচ্ছে পূরণ করতে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে ফিরলেন কাতার প্রবাসী মোহাম্মদ সোহরাব গাজী।
সোমবার (১০ জুন) সকালে উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে হেলিকপ্টার চড়ে স্বপরিবারে নামেন তিনি।
অরুয়াইলের কাঞ্চন মিয়ার ছেলে প্রবাসী সোহরাব স্বপরিবারে কাতার থাকেন। সামনে কদিন বাদেই পবিত্র ঈদ উপলক্ষে মাতৃভূমিতে ফিরে আসেন ব্যবসায়ী ও সমাজসেবক সোহরাব গাজী।
হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসছে জানতে পেরে উৎসুক জনতা ভীড় করে কলেজ মাঠের চারদিকে। কলেজ মাঠ বৃষ্টির পানিতে ভড়ে থাকলেও কর্দমাক্ত মাঠে অনেক মানুষ ভীড় জমায় দেখার জন্য।
প্রবাসী মোহাম্মদ সোহরাব গাজী বলেন, সে তার ছেলে ওলি উল্লাহ'র ইচ্ছে পূরণ করতে হেলিকপ্টার চড়ে স্বপরিবারে ঢাকা থেকে অরুয়াইল আসেন ঈদ করার জন্য। তাকে দেখতে এতো লোকের উপস্থিতি দেখে তিনি খুব আনন্দিত হয়েছেন বলে জানান। প্রবাসী মোহাম্মদ সোহরাব গাজী আরও বলেন, আগামী অরুয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা করার ইচ্ছে রয়েছে তার।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.