চীনের শেনচৌ-২০ মহাকাশযানের তিন মহাকাশচারী ইতোমধ্যে মহাকাশে পার করেছেন ১৭০ দিনেরও বেশি সময়। ছেন তোং, ছেন চোংরুই ও ওয়াং চিয়ে-এই তিনজন নভোচারী গত এপ্রিলের শেষ দিকে স্পেস স্টেশনে প্রবেশ করেন, ছয় মাস মেয়াদি মিশনের অংশ হিসেবে। অক্টোবরের শেষের দিকে তাদের পৃথিবীতে ফেরার কথা রয়েছে বলে সম্প্রতি জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি। থিয়ানকং স্পেস স্টেশনে তারা গত সপ্তাহেও করছেন বিভিন্ন বৈজ্ঞানিক ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম।
মহাকাশ চিকিৎসা গবেষণায় চীনা নভোচারীরা ল্যাপটপ ও বিশেষ যন্ত্র ব্যবহার করে নানা আচরণগত পরীক্ষা সম্পন্ন করেছেন-যার মধ্যে ছিল দৃষ্টিক্ষেত্র, কার্যকর প্রশিক্ষণ ও মানসিক পর্যবেক্ষণ সম্পর্কিত পরীক্ষা। পাশাপাশি ইইজি পরীক্ষার মাধ্যমে দীর্ঘ সময়ের মহাকাশযাত্রা মানুষের মস্তিষ্ক ও দৃষ্টিগ্রহণে কী প্রভাব ফেলে, তার তথ্য সংগ্রহ করেছেন।
তারা লালা ও প্রস্রাবের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করছেন দীর্ঘ মহাকাশযাত্রায় অন্ত্রের জীবাণু পরিবর্তন শরীরের বিপাকক্রিয়া ও পরিপাকতন্ত্রে কীভাবে প্রভাব ফেলে তা জানতে।
ম্যাটেরিয়াল সায়েন্স গবেষণায় নভোচারীরা কন্টেইনারলেস পরীক্ষাগারে নমুনা পরিষ্কার, ইলেকট্রোড রক্ষণাবেক্ষণ এবং নতুন মাইক্রোব নিয়ন্ত্রণ প্রযুক্তির চিপ স্থাপনসহ বিভিন্ন কাজ সম্পন্ন করেছেন।
নিজেদের স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পেট, পেশি ও হৃদপিণ্ড পর্যবেক্ষণ করেছেন নভোচারীরা।
সূত্র:ফয়সল-শুভ,সিএমজি বাংলা, সিসিটিভি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.