জন্মদিনের শুভেচ্ছা ফাতেমা খন্দকার
মোঃ রেজাউল করিম সোহেল
মানবতার দীপ্ত মশাল, হৃদয়জুড়ে আলো,
সহানুভূতির নদী যেন, হৃদয় তার ভালো।
চাকরি তার কুমিল্লাতে, মেডিকেলে সেরা,
মানুষের সেবায় জীবন, এটাই তার ধারা।
বন্ধু যখন বিপদে পড়ে, পাশে থাকে চুপে,
অসহায়ের কান্না শুনে, দোয়ায় ভিজে রূপে।
হাসিমুখে জগত জয়, প্রাণে সাহস রাখে,
চিনে নেয় অসুস্থ হৃদয়, সেবায় দীপ্ত থাক।
বন্ধু মানে যে ফাতেমা, ভালোবাসার ঘর,
জন্মদিনে তাই জানাই, শুভকামনার পর।
জীবন তার হোক অনন্ত, সুখে-দুখে বরণ,
চাঁদের আলোয় রাঙানো হোক, প্রতিদিনের মন।
মানবতার এক সৈনিক, নিঃস্বার্থ সে প্রাণ,
আলোকিত করুক বিশ্ব, হোক পূর্ণ সকল জ্ঞান।
বন্ধুদের গর্ব তুমি, ভালবাসার নাম,
জন্মদিনে থাকো আনন্দে, এটাই কাম্য কাম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.