মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
জয়পুরহাটে ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণের ৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব-৫। এ ঘটনায় অপহরণকারী মোঃ নুর আলম হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
মোঃ নুর আলম হোসেন জয়পুরহাটের বিষ্ণুপুর গ্রামের মোঃ জহুরুর ইসলাম এর ছেলে।
সূত্রে জানা যায়, ওই কিশোরী (১৩) দক্ষিণ বিষ্ণুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। অপহরণকারী মোঃ নুর আলম হোসেন গত ০১-০৪-২০২৪ ইং ১৭০০ ঘটিকায় তাকে জয়পুরহাট জেলার সদর থানাধীন সৈয়দ আলীর মোড় এলাকা হতে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোজাখুজির পর কিশোরীকে খুজে না পেয়ে ভিকটিমের বাবা খঞ্জনপুর এলাকায় র্যাবের টহল টিম কে দেখতে পেয়ে মেয়ে অপরহরণের বিষয়ে অভিযোগ করেন।
অভিযোগের পর র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী নুর আলম কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ০২-৪-২০২৪ ইং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন মালঞ্চা এলাকা হতে অপহরণকারী নুর আলম কে গ্রেফতার এবং ভিকটিম কে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.