নিজস্ব প্রতিনিধি
বুধবার ১২ ফেব্রুয়ারী জাতীয় প্রেসক্লাবের ২য় তলা জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন এর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর মহাসচিব কাদের গণি চৌধুরী, সহ সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সংস্থার উপদেষ্টা মোঃ আবুল বাসার মজুমদার, প্রতিষ্ঠা সদস্য, মোঃ শাহজাহান মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল, মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ জামাল হোসেন, মিজানুর রহমান প্রিন্স, মোঃ খায়রুল ইসলাম, নীতি নির্ধারণী পরিষদ সদস্য মোহাম্মদ মন্জুর হোসেন, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, সহকারী মহাসচিব সরকার জামাল, সাংগঠনিক সচিব মোঃ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, অর্থ সচিব মোঃ আবেদ আলী, প্রেসিডিয়াম সদস্য মোঃ আতিকুর রহমান, মোঃ আনারুল হক, পরিকল্পনা সচিব মোঃ সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, ঢাকা বিভাগের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান প্রধান, ঢাকা জেলা কমিটির আহবায়ক মোঃ মহসিন উদ্দিন, মাদারীপুর জেলা কমিটির সভাপতি মোঃ ফয়জুল কবির সহ নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.