জানিয়ে দিলাম
সেন্টু রঞ্জন চক্রবর্তী
দেশলাইয়ের একটা কাঠি
জ্বলবে কবে?
অগ্নিশিখায় ছাই হয়ে
ধর্মের কিতাব উড়বে কবে?
যে পৃথিবী ভরে গেছে
আল্লা খোদা ভগবানে,
সে পৃথিবী নয় মানুষের
আমরা সবাই গেছি জেনে।
মোল্লা মুন্সী পুরুহিত আর
ফাদার মাদার আছে যতো,
এই পৃথিবী করছে দূষণ
মিথ্যা গল্পে অবিরত।
সময় এখন আগুন জ্বালার
ধর্ম কথা হয় যেখানে,
ক্ষুধার কাছে ধর্ম অচল
জানিয়ে দিলাম এই স্লোগানে।
(আগরতলা ২৬/০৯/২০২৪)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.