জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে টিসিবি'র পন্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কাদের এন্ড ব্রাদার্স এর সত্বাধিকারী মাহবুবুর রহমান রেন্টু তালুকদার দিগপাইত ও শাহবাজপুর ইউনিয়নে টিসিবি'র পন্য বিতরণের দায়িত্ব লাভ করে। কিন্তু সুবিধাভোগীদের তালিকায় নাম আছে এমন অনেকেই পন্য না পেয়ে নিরাশ হয়ে ফেরত গেছেন। আবার এমনও লোক আছে যারা তালিকায় নাম নেই অথচ একাধিক জনের পন্য সংগ্রহ করে নিয়ে গেছেন।
গত শনিবার দিগপাইত ইউনিয়নের পরিষদের সামনে থেকে ৪, ৫, ৬ নং ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে পন্য বিতরণ করা হয়। এখানে অনেকেই পন্য না পেয়ে হতাশ হয়ে ফেরত গেছেন। খোঁজ নিয়ে জানা যায়, ৪ নং ওয়ার্ডের কার্ডধারী সাইদুর রহমান মোবাইল নং ০১৯৩৮৯৬০৯৪১, পরিচয়পত্র নং ৯২৬০৪০৪৩২৬ তিনি পন্য উত্তোলন করতে পারেন নি। এমন অনেকেই আছেন। অথচ দিগপাইত ইউনিয়নের দফাদার আফছার আলী একাই ৫/৭ জনের পন্য উত্তোলন করে তড়িগরি স্থান ত্যাগ করেন। তিনি ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া নিতান্তই গরীবদের বাদ রেখে সামর্থ্যবানদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্যাকেজের মূল্য থেকে বেশী টাকা নিয়েছেন। আবার কার্ড ফটোকপি করে অধিক সুবিধা গ্রহণ করেছেন। ৪নং ওয়ার্ড মেম্বার নূর ইসলাম ও ৫ নং ওয়ার্ড মেম্বার রাহাদ মিয়ার উপস্থিতিতেই ওইসব অনিয়ম করা হয়েছে মর্মে অভিযোগের আঙ্গুল তাদের দিকেই তুলেছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.