জীবনের লোচন
ড.মো. হাফিজুর রহমান লিটু
সীমাহীন দারিদ্র্যের কষাঘাতে আজ,
হিতজ্ঞান ভুলিয়াছি, হারিয়েছি লাজ।
কলুষতা জর্জরিত, সম্মানের শির;
মর্যাদার জলাঞ্জলি দিয়াছেন বীর।
হিতজ্ঞানে হতবুদ্ধি অভাবের ঘরে,
নির্বাসনে জরাজীর্ণ নীতিবোধ মরে।
কর্মহীন জীবনের অসম্মান যেথা,
প্রেমপুষ্প ভালোবাসা মূল্যহীন সেথা।
দৌলতের আবরণে জীবনের ঘুড়ি,
উড়িয়েছে বিশ্বময জীবনান্ত জুড়ি।
দৌলতের আবরণে সম্মানের খোঁজ,
হাস্যোজ্জ্বল দুষ্টচক্রে দেখিয়াছি রোজ।
বিদ্যানের কৃতবিদ্যা হিতাহিত জ্ঞান,
পণ্ডশ্রমে জলাঞ্জলি সর্বব্যপ্ত ধ্যান।
অপ্রাপ্তির বেড়াজালে আক্ষেপের সুর,
সফলতা সন্নিকটে অনধিক দূর।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.