মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে জুলাই-আগস্ট গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আয়োজন হয়েছে।
“ধর্ম, বর্ণ, ভিন্নমতের সবার জন্য খেলাফত”—এই স্লোগানকে সামনে রেখে ১৮ জুলাই শুক্রবার বাদ আছর বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা খেলাফত মজলিসের সহ-সেক্রেটারি মুফতি মাহমুদ হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি তারেক মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুতালেব হুসাইন, সেক্রেটারি মাওলানা হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক মুফতি ওসমান গনী, সহ-সভাপতি হাফেজ আবুল বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সাইয়্যেদুল বাশার, প্রচার সম্পাদক মাওলানা ইকবাল মাহমুদ, মুফতি মানসুর কবির প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশের বক্তারা জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া বিভিন্ন গণহত্যার দ্রুত বিচার দাবি করবেন। একই সাথে ইসলামী খেলাফত কায়েমের জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে উপজেলার দলীয় নেতাকর্মী, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.