বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৩ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান হয়েছে ১৩ আগস্ট রবিবার সকাল ১১ টায়।
ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ এর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে দোয়া ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক ও ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুস সামাদ।
ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক মোহাম্মদ শাহজালাল এর সঞ্চালনায় দোয়া ও বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি (কলেজে শাখা) হাফেজ মাওলানা আখতারুজ্জামান, অভিভাবক প্রতিনিধি (স্কুল শাখা) খোরশেদ আলম মিলন, ঝলম বিদ্যালয় ও কলেজের শিক্ষক প্রতিনিধি জৈষ্ঠ প্রভাষক মোহাম্মদ মাসুদ মজুমদার, সহকারী প্রধান শিক্ষক ফোরকান হোসেন মজুমদার, সহকারী অধ্যাপক মোঃ আবুল বাসার, সহকারী অধ্যাপক সরকার শিউলি আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি মোঃ কামাল হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ লাল মিয়া, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম,জেষ্ঠ প্রভাষক মোঃ ছফিউল্লাহ, জেষ্ঠ প্রভাষক দিলীপ চক্রবর্তী, জেষ্ঠ প্রভাষক মাধবী সূত্রধর, জেষ্ঠ প্রভাষক নাসরিন সুলতানা, জেষ্ঠ প্রভাষক আব্দুস ছাত্তার, প্রভাষক ওমর হানিফ, প্রভাষক মোঃ আব্দুল মোতালেব, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক আব্দুস সামাদ, প্রভাষক উলফাত জাহান।একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বক্তব্য রাখেন পক্ষে ফারহানা ইসলাম মিলি, ইয়াসির মাহমুদ ইমু,বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আসমা জাহান, জান্নাত। মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী মনি আক্তার, অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিয়াম আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.