ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলায় ৪নং কেওড়া ইউনিয়নে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত।
এসএমই কৃষক কর্তৃক ৫ একর জমিতে ব্রি ধান ৭৪ এর বোরো ধানের বীজ উৎপাদন বাস্তবায়িত প্রদর্শনীর ওপর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ সময় ৪ নং কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু সাইদ খানের সভাপতিত্বে উক্ত মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঝালকাঠি'র উপ পরিচালক মো: মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার মো: তাজুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন কৃষি হলো এখন সমাজের সম্মানিত পেশা এবং কৃষক হলো সমাজের সম্মানিত ব্যক্তি। তিনি বলেন কৃষি উদ্যোক্তা তৈরি করে কৃষি কে বানিজ্যিকীকরণের কৃষিতে রূপান্তর করতে পারলে সমাজের শিক্ষিত তরুনরা এই পেশায় যুক্ত হবে। প্রধান অতিথি আরও বলেন উন্নতমানের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গুনগত বীজ উৎপাদনে কৃষকদের এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.