মো জাহিদ, ঝালকাঠি
ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা থেকে মুয়াজ মুনাওয়ার (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মাদ্রাসার একটি কক্ষ থেকে ওই ছাত্রের ঝুলানো মৃত্যুদেহ উদ্ধার করা হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মাদ্রাসার ছাত্র নড়াইল জেলার রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসার তাহলী ভবনের চারতলায় নিজ থাকার স্থানে ফ্যানের সাথে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত হবে কিনা সেটি পরিবারের লোকজন আসলে বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.