মো জাহিদ, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ৩০নং চাচৈর ব্লকে খরিফ-২ মৌসুমের আমন ধানের জমিতে পার্চিং উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেছেন ঝালকাঠি সদর উপজেলার কৃষি অফিসার আলী আহম্মদ।
এ সময় কৃষকদের মাঝে ক্ষতিকর পোকা দমনে আধুনিক প্রযুক্তি পার্চিং যা সম্প্রসারণ সহ এর গুরুত্ব কৃষকদের মাঝে তুলে ধরেন সদর কৃষি অফিসার।
এছাড়াও আমন ধানের ক্ষতিকর মাজরা পোকা ও পাতা মুড়ানো পোকার পরিচিতি ও ক্ষতিকর দিক জানানোর জন্য লিফলেট বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ লাল কুন্ড, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফনি ভুষন ঢালী,উপসহকারী কর্মকর্তা ফাইজুল ইসলাম সহ নাসরিন আক্তার ও শান্তা গাইন এবং এতে অংশগ্রহণ করেন ২০ এর অধিক কৃষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.