
মো. জাহিদ, ঝালকাঠি
রবি মৌসুম ২০২৫–২৬-এর প্রণোদনা কর্মসূচির আওতায় ঝালকাঠি সদরে ২ হাজার ১৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় পরিচালিত এ কর্মসূচিতে কৃষকদের মাঝে সরিষা, সূর্যমুখী, সয়াবিন, মুগ, মসুর, খেসারী, চিনাবাদাম, গম ও বোরো ধানের বীজ দেওয়া হয়। পাশাপাশি উৎপাদন বৃদ্ধির সহায়ক উপকরণ হিসেবে দেওয়া হয় ডিএপি ও এমওপি সার।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন,
“কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে সরকার নিয়মিতভাবে প্রণোদনা দিচ্ছে। রবি মৌসুমের এই সহায়তা কৃষকের মাঠে উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ বলেন,
“রবি মৌসুমের তেল ও ডাল ফসল এবং ধান উৎপাদনে বীজ–সার গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। মাঠপর্যায়ে সঠিক প্রযুক্তিগত সেবা দিতে কৃষি বিভাগ সবসময় প্রস্তুত। কৃষকেরা এই সুযোগ কাজে লাগালে অধিক ফলন অর্জন সম্ভব।”
অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায় থেকে আসা শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, এএইও মো. হুমায়ুনসহ এসএপিপিও, এসএএওবৃন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, পিআইও কর্মকর্তা, জাইকা প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বীজ ও সার বিতরণ করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 























