শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে দুই সার ব্যাবসায়ীকে ৮হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। ৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
দন্ডিত সার ব্যবসায়ীরা হলেন, কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লা ওরফে এ্যাপোলো ও সোহেল ট্রেডার্সের মালিক আব্দুল হাই।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৫৩) ধারা মোতাবেক মেসার্স সোহেল ট্রেডার্সে বিক্রয় রেজিস্টার না থাকার অপরাধে ৩ হাজার টাকা এবং কৃষি বিতানকে বিক্রয় রেজিস্টার ও বিক্রয় ম্যামুতে ক্রেতার স্বাক্ষর না থাকার অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু সারের জন্য এই সময়টা পিকআওয়ার, সেহেতু সার বিক্রেতারা সকল বিধি পালন করে সার বিক্রি করলে একদিকে যেমন উপকৃত হবে কৃষক, অপরদিকে সার পাঁচার রোধ হবে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.