প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:৩১ পি.এম
ঝিনাইগাতীতে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা বিএনপি। ঝিনাইগাতী উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের পরিচালনায় আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও লুৎফর রহমান। এছাড়া যুবদল নেতা মাসুম বিল্লাহসহ আরও অনেকে আলোচনা সভায় অংশ নেন।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর দেখানো পথ অনুসরণের আহ্বান জানান। পরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাড়াও শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এসব অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং শহীদ জিয়ার স্মৃতিচারণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.