মো: বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ১৬ এপ্রিল বুধবার দুপুরে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পরিচালনায় সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত,২০১০) এর ১৫(১) এর ৪(খ) অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা আদায় করা হয়।
এসময় ঝিনাইগাতী বাজারে ফরিদ স্টোরে ২৩৫ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আশরাফুল আলম রাসেল।
এসময় প্রসিকিউশন প্রদান করেন শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।
জনস্বার্থে পরিবেশ দূষণ রোধে সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.