মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বাস দুর্ঘটনায় নিহত ৩ মাস বয়সী শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নিহত শিশুর পিতা রফিকুল ইসলামের হাতে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল তার কার্যালয়ে চেক হস্তান্তর করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ আগস্ট বৃহস্পতিবার শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী একটি লোকাল বাস খৈলকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হন এবং ঘটনাস্থলেই ৩ মাস বয়সী একটি শিশু মারা যায়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.