শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ভারতঘেঁষা একটি রাবার বাগান থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।
১০ মে শনিবার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া পাহাড়ের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক চোরাকারবারীরা ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ ভারতীয় মদ সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকার গভীর জঙ্গল দিয়ে ভোরে বাংলাদেশে পাচার করেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আল-আমীনের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়।
এসময় মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৩৮৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এসব মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.