শেরপুর সংবাদদাতাঃ শেরপুরের ঝিনাইগাতীতে ৯ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯জুন সোমবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের নাচনমূহুরী গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বিষ্ণুপুর গ্রামের মৃত ময়ছের আলীর ছেলে মোহাম্মদ আলী (৪২), আঃ আজিজের ছেলে আকছার আলী (২৯), আ: সাত্তারের ছেলে আজিজুল হক (৪৭), আ: কাদেরের ছেলে মনির হোসেন (৩৭), কাসেম মন্ডলের ছেলে হাসান পলাশ (৪৫), আ: ওহাবের ছেলে আকরাম হোসেন (৪৫), খোকামিয়ার ছেলে জিয়ারুল ইসলাম (৪০), হারুন মিয়ার ছেলে কাজল মিয়া (৪২), সৈয়দুর রহমানের ছেলে কবির হোসেন (৩৮)।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে জুয়া প্রতিরোধ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.