শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।বৃহস্পতিবার বিকালে উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় শৈলকুপার নাগিরাট গ্রামের সুর্য তরুন ইয়াং স্পোটিং ক্লাব বনাম মাগুরার খামারপাড়া ফুটবল একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে মাঠে গড়ায় বল। খেলা শুরুর ৫ মিনিটের মাথায় খামারপাড়া ফুটবল একাদশের খেলোয়াড় শরিফ গোল দিয়ে দলকে এগিয়ে নেয়। গোল পরিশোধ করতে ব্যার্থ হয়ে উল্টো আরও একটি গোল হজম করতে হয় সুর্য তরুন ইয়াং স্পোটিং ক্লাবকে। শুরু হয় আক্রমন পাল্টা আক্রমন। গোল পরিশোধ করতে গিয়ে ৩য় বার বল নেটে জড়ায় সুর্য তরুন ইয়াং স্পোটিং ক্লাবের। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে খামারপাড়া ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল পরিশোধ করে সুর্য তরুন ইয়াং স্পোটিং ক্লাবের খেলোয়াড়রা। ঝিমিয়ে পড়া বিপুল পরিমান দর্শক বসেন নড়ে চড়ে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আর গোল পরিশোধ করতে পারেনি তারা। খেলায় ৩-১ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় খামারপাড়া ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। মাধবপুর কিংস ক্লাবের আয়োজনে অক্টোবর মাসের শুরুতে এ টুর্নামেন্ট শুরু হয়। এতে আশপাশের জেলার ৮ টি ফুটবল দল অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.