শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে একটি ব্যাটারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মঙ্গলবার রাতের কোনো এক সময় শহরের মেইন বাসষ্ট্যান্ডে ভাই ভাই ব্যাটারি নামক দোকানটিতে এ চুরির ঘটনা ঘটে। দোকানটির পরিচালক রাশিদ শাহরিয়ার ”হামকো কর্পোরেশন লিমিটেডের ব্যটারিরর একজন ডিলার।
চুরির বিষয়ে দোকান মালিক রাশিদ শাহারিয়ার জানান, গতকাল রাত ১০টার দিকে আমরা দোকান বন্ধ করে বাসায় চলে যান। আজ সকাল ১০টার দিকে এসে দেখেন, দোকানের পেছনের দেয়াল ভাঙা এবং ভেতরের বহু মালামাল চুরি হয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নতুন ব্যাটারি, পুরাতন ব্যাটারি যার আনুমানিক মূল্য ১ লাখ টাকার বেশি হবে। আমাদের ধারণা, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে। এতে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.