শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধ: ঝিনাইদহ কালীগঞ্জে মার্সেল ব্রান্ডের ইলেকট্রনিক্স পণ্যের ঈদ ক্যাম্পেন উপলক্ষে গ্রামীন ঐতিহ্য গরুর গাড়ী নিয়ে একটি আনন্দ র্যালীর আয়োজন করেছেন কালীগঞ্জ উপজেলার মার্সেল কোম্পানীর ডিলার যশোর ফার্নিচার এন্ড পারুল ইলেকট্রনিক্স। এই উপলক্ষে সকাল ১১ টার দিকে পৌরসভার বিহারী মোড় রোডস্থ শোরুমের সামনে থেকে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটির প্রধান আর্কশন ছিলো গরুর গাড়ী। বিভিন্ন সাজ সজ্জা ও ৬টি গরুর গাড়ী নিয়ে র্যালীটি সারা শহর প্রদক্ষিণ করে তাদের শো-রুমের সামনে এসে শেষ হয়। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ এ ইস্ক্রাচ কার্ডের মাধ্যমে শতভাগ ফ্রিতে পন্য পাওয়ার সুযোগ রয়েছে।
র্যালীতে শো-রুমের মলিক মিজানুর রহমান সহ কোম্পানির খুলনা বিভগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির প্রতিনিধি সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.