শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভালকী গ্রামের মেহগনী বাগান থেকে জসিম উদ্দীন (৩৫) নামে এক যুবকের লাল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
জসিম উদ্দীন একই গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী চারাতলা বাজারের উদ্দেশ্যে বের হয় জসিম এরপর আর ফিরে যায়নি। পরিবারের লোকজন রাতে অনেক খুঁজাখুঁজি করেও তাকে পায়নি, পরে বৃহস্পাতবার সকালে তার নিজ বাড়ির পেছনে মেহগনী বাগানে লাশ পড়ে থাকতে দেখেন।
লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি পেশায় আলম সাধু চালাক বলে জানা গেছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো জানা যায়নি।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশসহ আমি ঘটনা স্থলে এসেছি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে দ্রুতই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.