শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার এলাকায় আসাদুজ্জামান সনেট নামের এক সাংবাকিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বত্তরা। গতকাল (মঙ্গলবার) রাত ১০ টার পর এ ঘটনা ঘটে। সাংবাদিক আসাদুজ্জামান সনেট দৈনিক রুপান্তর প্রতিদিন পত্রিকার বারবাজার প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
জানাগেছে, সাংবাদিক আসাদুজ্জামান সনেট মঙ্গলবার রাত ১০ টার দিকে বার বাজার এলাকার গাজু কালু চম্পাবতি মাজারের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গতি রোধ একই এলাকার মৃত ফসিয়ার আলীর ছেলে আনোয়ার হোসেন (২৬)। সে সময় সাংবাদিক আসাদুজ্জামান সনেট গতি রোধের কারন ও সংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্টের কারন জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি দিতে থাকে আনোয়ার হোসেন। গালি দিতে নিষেধ করায় তার কাছে থাকা চাইনিজ কুড়াল বের করে সাংবাদিক সনেটের মাথায় আঘাত করে সে। এ সময় সাংবাদিক সনেটের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাংবাদিক সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পিলেক্সে ভর্তি করান।
সাংবাদিকের উপর হামলার ঘটনা শুনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ রাতেই হাসপাতালে ছুটে যান। একই সময় স্থানীয় সংবাদকর্মীরা আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে আসেন। সে সময় সাংবাদকর্মীরা দ্রুত এ ঘটনার বিচার দাবি করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনা শুনেছি, আসামি গ্রেফতারের জন্য বারবাজার ফাঁড়িকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.