ঝিনাইদহ শুক্রবার দুপুর ১২ টার দিকে ক্যালানের পানিতে ডুবে তামিম নামে এক শিশুর মৃত্যু হয়। তামিম, শৈলকূপ উপজেলার ৬ নং সারুটিয়া ইউনিয়নের চরবাখরবার গ্রামের কায়ামের সন্তান। তিন সন্তানের মধ্যে ছোট তামিম। শিশুটি সাঁতার জানত না। শিশুটির পিতা কাইয়ুম জানান অনেক সময় ছেলেকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করি, এরপরে ক্যালেনের দিকে এসে তার স্যান্ডেল দেখতে পায় কিন্তু তাকে আশেপাশে দেখতে না পেয়ে, সকলে মিলে ক্যালেনের পানিতে নেমে খোঁজাখুঁজি করি, এক পর্যায়ে তাকে পাওয়া যায়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক ডা:শাহনেওয়াজ ইবনে কাশেম জানান দুপুর সাড়ে ১২ দিকে তামিমকে হাসপাতালে আনা হয়। তার হার্টবিট না পেয়ে ইসিজি করি এবং আমি নিশ্চিত হই যে সে আগেই মারা গেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.