শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
সারাদেশ আইনশখলার অবণতি ও গুপ্ত সংগঠনর নরাজ্যর প্রতিবাদে ঝিনাইদহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছ জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার বেলা সাড় ১১টায় শহররে উজির আলী মাধ্যমিক বিদ্যালয়র সামনে থেক বিক্ষাভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বর সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকর সভাপতিত্ব সমাবেশ প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভাকট এমএ মজিদ।
জেলা যুবদলর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সঞ্চালনা করন। সমাবেশ উপস্তি ছিলন জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পানু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ সভাপতি এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলর সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গণত্ত্র ও দশর আইনশখলা পরিস্িিতি ধংস করত গুপ্ত সংগঠনর নরাজ্য সষ্টির পায়তারা করছে। জিয়া পরিবার ও তারেক রহমানক নিয় অপপ্রচার শুরু করছে ৭১ এর পরাজিত শক্তি। এসময় বক্তারা গাপালগঞ্জ এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগর বর্বরাচিত হামলার তীব্র নিদা ও প্রতিবাদ জানিয়ে স্ত্রাসীদর গ্রফতারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.