এরশাদুল হক, ভ্রাম্যমাণ প্রতিনিধি
শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনায় ছিলেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী ও সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার রুবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান ও উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম। বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি প্রীতি সূত্রধর, অভিভাবক জাহাঙ্গীর আলম এবং শিক্ষার্থী রুপন্তী তালুকদারও।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “মেধা যাচাই পরীক্ষার ধারণা প্রথম এসেছে শান্তিগঞ্জ থেকেই, যা এখন জেলা পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে।” তিনি মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষক দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন, কিছু বিদ্যালয়ে মানের তারতম্য থাকলেও তা শেখার জায়গা হিসেবে বিবেচ্য।
তিনি আরও বলেন, “ন্যায়সংগত মূল্যায়নই শিক্ষাকে এগিয়ে নেয়। শান্তিগঞ্জ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতীয় পর্যায়েও এই মডেল অনুসরণীয় হবে।”
অভিভাবক, শিক্ষক ও সমাজের সবাইকে শিক্ষার উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “শিশুদের গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও গ্রামের পরিবেশ সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এমন শিক্ষাবান্ধব সমাজ গড়া, যেখানে প্রতিটি শিশু তার প্রকৃত মেধা বিকাশের সুযোগ পাবে।”
পরে সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.