প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৪, ৮:১৬ এ.এম
টাকার কারিগর

টাকার কারিগর
মোঃ আবু সুফিয়ান
জামালপুর, বাংলাদেশ
আমি অনেক কষ্ট করছি
টাকার পিছনে ঘুরে।
আমার সাথে যাবে না টাকা
সবরেখে যাবো মরে!
টাকার পিছনে ঘুরে ফিরে
জীবন করছি পাড়।
এমন জিনিস বানিয়েছে
ঐ টাকার কারিগর!
সবখানে আজ টাকা লাগে
দেখি দুনিয়াটা ঘুরে!
ঈমান ভুলে করি কামাই
অন্ধকার পথ ধরে!
টাকার জন্য উলঙ্গপনা
বাড়ছে জগৎময়!
কোনদিন জানি ফেঁসে যাই
মনে মনে করি ভয়!
এমন বিশ্ব চাই যে আমি
দেখতে চমৎকার।
সবকিছুতে নিশ্চিত হবে
থাকবে না অন্ধকার।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.