সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় সুদের টাকা পাওনাকে কেন্দ্র করে খালাতো ভাই আসমত আলীর হাতে অপর খালাতো ভাই মানিক মিয়া (৩৫) খুন হয়।
মানিক মিয়া কে টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে খুন করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ বিলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। মানিক মিয়া ওই এলাকার মৃত এলেম মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশকিছু দিন আগে খালাতো ভাই আসমত আলী ও একই বাড়ির কাজলের স্ত্রী শিরিনকে এক লাখ টাকা দেন মানিক মিয়া। সেই টাকা ফেরত চাইলে তাদের দুজনের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। গতকাল সন্ধ্যায় আসমত আলী টাকা ফেরত নিতে মানিককে তার বাড়িতে ডেকে পাঠায়। মানিক আসমত আলীর বাড়িতে আসলে তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়।
এ সময় আসমত আলী, শিরিন ও শামসুন্নাহার নামে আরও এক নারী মানিকের ওপর হামলা করেন। মানিককে তারা মারধর করতে থাকেন। এক পর্যায়ে দেওয়ালের সঙ্গে চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মানিক কে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পরিবারসহ পলাতক আছেন। তাদের কারোর বক্তব্য পাওয়া সম্ভব হয় নি।
এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, টাকা লেনদেনের বিষয় নিয়ে মানিক মিয়াকে হত্যার অভিযোগ এনেছে তার পরিবার। মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের লোকজন মামলার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.