
টাঙ্গাইলের সখিপুরে ডিবি (দক্ষিণ) টিমের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ)-এর একটি সফল মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে ডিবি ডিবি পুলিশের চৌকোশ (দক্ষিণ) টিমের বিশেষ অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে সখিপুর থানাধীন গ্যাসফিল্ড চৌরাস্তা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন দুইজনকে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ হাজার ৫০০ টাকা। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশ কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে টাঙ্গাইল জেলা পুলিশ ও ডিবি (দক্ষিণ)-এর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.