মাে: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল সদর নিরালা মোড় ও পাঁচ আনি বাজারে বুধবার ইফতার কিনতে ক্রেতাদের বিভিন্ন দোকান গুলোতে দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। তবে দোকানিদের ইফতার সামগ্রী বিক্রি করতে নাই কোন স্বাস্থ্য সচেতনতা বিক্রেতাদের কারো হাতে নাই হ্যান্ড গ্লাভস ও টুপি এবং মাক্স। কিছু কিছু বিক্রেতাদের জিজ্ঞেস করলে তারা উত্তরে বলে যে আমরা হ্যান্ড গ্লাভস ও টুপি মাক্স ছাড়াই ইফতার সামগ্রী বিক্রি করছি। তবে কোন বিশেষ প্রয়োজন হলে হ্যান্ড গ্লাস ব্যবহার করি। হ্যান্ড গ্লাভস ছাড়া সরাসরি হাতে স্পর্শ করে ইফতার সামগ্রী বিক্রি করা কতটুকু স্বাস্থ্যসম্মত।
https://youtu.be/1LL8m3FElBI?si=HA8iRW4QfcNHAQMl
এই পবিত্র মাহে রমজানে ইফতার সমগ্রী অস্বাস্থ্যকর পরিবেশে না ডেকেই বিক্রি করছে পাঁচ আনি বাজারের বেশ কিছু দোকানদার। ইফতারের উপরে পড়ছে ধুলাবালি ও ইফতারের উপর বসছে মাছি। এই ব্যাপারে নাই কোন বিক্রেতাদের মধ্যে সচেতনতা শুধু বিক্রয়ের পালা এ রমজানে কে কত টাকা কামাবে।
রোজাদার ব্যক্তিদের এই ইফতার খেয়ে কতটুকু স্বাস্থ্যের ক্ষতি হবে নাই কোন কারো চিন্তা। শুধুমাত্র নিরালা মোড় সংলগ্ন নিউ তৃপ্তি সুইটস এর ইফতার সামগ্রী স্বাস্থ্যসম্মতভাবে বিক্রি করতে দেখা গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.