মাে: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল সোনালী ব্যাংক পিএলসি প্যারাডাইস পাড়া মেইন ব্রাঞ্চ থেকে রাশিদা বেগম নামে এক অ্যাকাউন্ট হোল্ডার ২ লক্ষ টাকা উত্তোলন করে ব্যাংক থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হাত ব্যাগ থেকে ২ লক্ষ টাকা চুরি করেন ৩ মহিলা।
চোর চক্রের ৩ মহিলা জনতার হাতে আটক পর উত্তম মাধ্যম দিলে ২ লক্ষ টাকা রাশিদার উদ্ধার হয়। কিছুক্ষণ পর জনতা টাঙ্গাইল সদর থানা পুলিশ এস.আই মোঃ আমিনুল ইসলাম এবং তার সঙ্গে ডিউটি রত পুলিশের নিকট তাদের হস্তান্তর করেন পরে তাদের পুলিশের একটি টহল গাড়ি দিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
https://youtu.be/FRPSp7-TBkQ?si=gi-myA9rKCnWMN_o
জনতা ও সাংবাদিক তাদের ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গ্রামের নাম বলে। তবে তারা সঠিক ঠিকানা উল্লেখ করছেন না। ধারণা করা হচ্ছে টাঙ্গাইলের বিভিন্ন ব্যাংক ও বিভিন্ন বাজারে যেই ছিনতাই গুলো হয় এরা এদের সাথে জড়িত এবং এদের এমন সিন্ডিকেটে কারা আছেন এখন পর্যন্ত তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
মূলত যাদের সাথে ওরা সংঘবদ্ধ হয়ে এই ধরনের ছিনতাই ও চুরির কাজগুলি করে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সেই সমস্ত তথ্য বেরিয়ে আসবে আমরা আশা প্রকাশ করি টাঙ্গাইল সদর থানা পুলিশের নিকট। ভুক্তভোগী রাশিদা চুরি/ছিনতাই ঘটনাটি টাঙ্গাইল সদর থানা অফিসার ইনচার্জ তানভীর আহমেদ কে জানালে তিনি বলেন আমরা মামলার দ্রুত প্রক্রিয়া নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.