স্টাফ রিপোর্টার
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব অব বাংলাদেশ (টেজাব) বার্ষিক সভায় কবি হাসনাইন সাজ্জাদীকে চেয়ারম্যান,অশোক ধর কে মহাসচিব করে টেজাব এর কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যারা হলেন-সিনিয়র ভাইস চেয়ারম্যান-মাহমুদুল হাসান রানা, ভাইস চেয়ারম্যান: লোকমান হোসেন পলা,জাকির হোসেন, মহসীন আহমেদ স্বপন, সিনিয়র যূগ্ম মহাসচিব-আসমা চৌধুরী, যূগ্ম মহাসচিব- মোকলেসুর রহমান মাহরুক, অর্থ সম্পাদক-মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক-দীপক শীল, প্রচার সম্পাদক-ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক-শারমীন পপি, নির্বাহী সদস্য-গিয়াসউদ্দিন চাষা, সৈয়দ ওমর ফারুক, নীল হাসান,শাহাদাত জয়, সাকিব হোসেন রাজু, রবিউল ইসলাম খান, অমৃত তরপদার অমিত,শামীমা সুমী,দিলীপ কুমার পাসী, মোঃ ফারুক হোসেন, রাইসুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.