মো: নাজমুল হোসেন ইমন
বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশ ও ট্রাভেল এজেন্সি নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এর যৌথ উদ্যোগে টুরিজম সেক্টরের উন্নতি, সুযোগ সুবিধা ও সমস্যা নিরসনে একসাথে কাজ করার লক্ষ্যে দেশের বিভিন্ন ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন ট্রাভেল এজেন্সি নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি নেক্সট ট্যুর এন্ড ট্রাভেলের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপানা পরিচালক আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের উপ মহাপরিদর্শক মো: আবু কালাম সিদ্দিক।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে টুরিস্ট পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন। অসাধু টুরিস্টদের পর্যটনের নামে মাদক পাচার, পর্যটন কেন্দ্রগুলোতে ফটোগ্রাফারদের প্রতারণা, মাছ বিক্রেতাদের পচা মাছ বিক্রির অভিনব প্রতারণার বিষয় উঠে আসে।
এসময় প্রধান অতিথি আবু কালাম সিদ্দিক বলেন, 'ইতোমধ্যে টুরিস্ট পুলিশ কাজ করছে। পর্যটন কেন্দ্রগুলোতে হাই ভোল্টেজ সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। এছাড়াও টুরিস্ট পুলিশের হট লাইন নাম্বারে যোগাযোগ করে সর্বোচ্চ সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকেরা যেন নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করতে পারে একজন্য ট্যুরিষ্ট পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংস বিভাগের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মোঃ নাঈমুল হক, বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের আইন ও মিডিয়া বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.