ঠাকুরগাঁওয়ের পৌর শহরের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, সেনুয়া উচ্চ বিদ্যালয় সভাপতি, তালিমুল কোরআন মাদরাসার সহসভাপতি ও দুই নং ওয়ার্ডের কাউন্সিল পদ-প্রার্থী (উটপাখী মার্কা) মো: সামসুদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি আওয়ামী লীগ সরকার শিক্ষা ও খেলাধুলার উপর গুরুত্ব দিয়েছেন। তারই লক্ষে আজ দেশে লেখা-পড়া ও খেলা-ধুলার উন্নত হয়েছে। সব কিছুতেই দেশ আজ উন্নত। আওয়ামী লীগ সরকার আগামীতেও ক্ষমতায় আসলে আরো উন্নত হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মো: আব্দুর রশিদ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.