ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জমি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২০ জুন) সকালে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত পারভেজ সংশ্লিস্ট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের তজু চৌধুরীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়া খেলায় অংশ নেয় জুয়াড়ীরা। গেল রাতে প্রতিদিনের মতই জুয়ার আড্ডা বসে। এসময় কেউ টচ লাইট জ্বালিয়ে তাদের ধাওয়া দেয়। পরে সবাই পালিয়ে গেলেও জমিতে পরে মারা যায় পারভেজ।
পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশা জানান, জুয়ার আসর থেকে পালিয়ে যাওয়ার সময় পারভেজের মৃত্যু হয়। কেউ হত্যা করেছে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে জমিতে পরে মারা গেছে তা তদন্তের প্রয়োজন।
রুহিয়া থানার ওসি সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত চলমান। তদন্ত শেষে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। মামলার রুজুর প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.