অরবিন্দ সরকার
ডান বাম বুঝি নাকো, সোজা ভাবে চলি,
সম্মুখে নজরে যাহা, কলমেতে ভাসে,
অন্ধ পথচারী তাঁকে, নিয়ে আসি পাশে,
একসঙ্গে ময়দানে, তাঁরে কথা বলি।
বেশি খেলে বমি হয়, স্তব্ধ কণ্ঠনালি,
পরের খাবার চুরি, আকণ্ঠ গোগ্রাসে,
হজমে ব্যাঘাত ঘটে, দম নিতে শ্বাসে,
বদহজমে ডাক্তার, গলায় অঙ্গুলি।
ডানপিটে ডানে যায়, গিরগিটি রূপে,
বাম চলে ঠিক পথে, পা দেয়না কূপে।
ডান পায়ে লাথালাথি, ধরা জ্ঞান সরা,
অপকর্মে অংশীদার,প্রকাশ্যে ডাকাতি,
আইন মানে না তাঁরা, মদে আত্মহারা,
ছিপ ফেলে মাছ ধরে, বামের সুখ্যাতি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.