ছাই : সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বড় ব্যবসায়ী চীন সফর করেন। বস্তুত, চীনে মার্কিন ব্যবসায়ীদের সফর আগের তুলনায় বেড়েছে।
এদিকে, সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত হয় প্রথম চীন আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলা। মেলায় অংশগ্রহণকারী দুই শতাধিক চীনা ও বিদেশী কোম্পানির প্রতিনিধিদের মধ্যে একটি জরিপ পরিচালনা করে সিএমজি। জরিপে পরিচ্ছন্ন শক্তি, স্মার্ট গাড়ি, সরবরাহ চেইন পরিষেবা, ডিজিটাল প্রযুক্তি, ইত্যাদি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
জরিপের ফল অনুসারে, ডিজিটাল প্রযুক্তি শিল্পের ৬৩ শতাংশ কোম্পানি বিশ্বাস করে যে, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান রাজনৈতিক ঝুঁকি চীনে তাদের ব্যবসাকে প্রভাবিত করছে। তবে, এতে চীনে তাদের কর্মকাণ্ড থেমে নেই।
জরিপে অংশগ্রহণকারী ডিজিটাল প্রযুক্তি শিল্পের তিন-চতুর্থাংশ কোম্পানি বিশ্বাস করে যে, ডিজিটাল প্রযুক্তির জন্য বিশ্বের সরবরাহ চেইন আগামী পাঁচ বছরের মধ্যে চীননির্ভর হয়ে উঠবে। এসব কোম্পানি চীনে নতুন অংশীদার ও নতুন অর্ডার পেতে আগ্রহী।
ঝুঁকি আছে জেনেও, চীনের ওপরই বেশি নির্ভর করতে চায় কোম্পানিগুলো। চীনের সাথে সহযোগিতাও বাড়াতে চায় তারা। তাদের বিশ্বাস, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ঝুঁকির উৎস চীন নয়।
সূত্র: ছাই, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.