মোঃ ইকরামুল হক
ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
৫ই ফেব্রুয়ারী সকাল দশটায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেন মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে ও হৃদয় ফাউন্ডেশন আহবায়ক রোটারিয়ান মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং হৃদয় ফাউন্ডেশনের সদস্য সচিব ও ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল্ল্যাহ'র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত শিলমুড়ী উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও বিদ্যালয়ের দাতা ছোয়াব আলী, প্রবাসী বিএনপি নেতা আমিনুল ইসলাম, বিদ্যালয়ের দাতা আমান উল্ল্যাহ, বরুড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার মো.জাফর ইকবাল, হৃদয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার বাবা মোঃ আলী আক্কাস ইরাকী, শিলমুড়ী উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি'র সভাপতি হাজী মোঃ রুহুল আমীন খন্দকার, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান রানা, বিদ্যালয়ের দাতা মোঃ মফিজুল ইসলাম সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তি, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।
এদিন সামাজিক সংগঠন হৃদয় ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.