ষ্টাফ রিপোটার: রবিবার বিকেল ৪ ঘটিকায় ঢাকা উত্তরায় সংগঠনের অফিসে সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক আয়োজিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এম এ আকরামের সঞ্চালনায় বাংলাদেশ চ্যাপ্টার জেনারেল সেক্রেটারি নাজমা সুলতানা নীলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান ।
সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ চ্যাপ্টারের সিনিয়র নেতৃবৃন্দ লায়ন এ জেড এম মাইনুল ইসলাম, মোঃ মাহবুবুল হক মাহবুব, রিয়াজুল ইসলাম বাচ্চু,মোক্তাদুল পালোয়ান, তপু ঘোষাল, আমিনুল ইসলাম রিপন।
সভায় “দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪” কিভাবে সফল করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে এই প্রথম সর্ববৃহৎ আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্স অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত আটটি দেশের শতাধিক সাংবাদিকদের আগমনে ঢাকা অনুষ্ঠিত হবে “ষষ্ঠ দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪”
সার্ক জার্নালিস্ট ফোরাম এর সেন্টাল কমিটি সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান বলেন, ‘সার্ক জার্নালিস্ট ফোরাম ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি আন্তর্জাতিক সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশে এর খ্যাতি ছড়িয়ে দিতে হবে এজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।
সার্ক জার্নালিস্ট ফোরামের গর্বিত সদস্য হয়ে সবাই আমরা এ সংগঠন কে এগিয়ে নিয়ে যাব”
সভা শেষে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্সের ইন বাংলাদেশ”-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। সভায় তিনি বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দকে জলবায়ু ও পরিবেশের উপর রচিত বই উপহার দেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.