বিশেষ প্রতিনিধি
ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক পদে তরুণ অর্থনীতিবিদ মনিরুজ্জামান মাতুব্বর (ইকু মনির) বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
১০ই জানুয়ারি-০২৫ বিকালে রাজধানী ঢাকার ফার্মগেট ফার্মভিউ সুপার মার্কেট এর ষষ্ঠ তলায় ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে কমিটির আজীবন সদস্য ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অষ্টাদশ কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতি নির্বাচনে নির্বাচনে বেলায়েত-মনির প্যানেল এর ৩৭ সদস্যের সবাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।
ঢাকাস্থ মঠবাড়িয়া জনকল্যাণ সমিতির অষ্টাদশ নির্বাচনে জয়লাভ করা নব-নির্বাচিত সাধারণ সম্পাদক তরুণ অর্থনীতিবিদ মনিরুজ্জামান মাতুব্বর (ইকু মনির) প্রথমেই মঠবাড়িয়া জনকল্যাণ সমিতি ঢাকার সকল সদস্যদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বলেন আপনারা ভোটের মাধ্যমে আমার উপরে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সবার সাথে আলোচনা করে ঢাকাস্থ মঠবাড়িয়া জনকল্যাণ সমিতিকে একটি কল্যাণকর সমিতিতে রূপান্তরিত করার জন্য প্রচেষ্টা থাকবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরও বলেন ঢাকাস্থ মঠবাড়িয়া জনকল্যাণ সমিতি দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে এই সমিতিতে সকল দলের সকল মতের সকল সদস্যদের মতামত কে প্রাধান্য দিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.