দীপক কুমার দেব নাথ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকাস্থ সরাইল সমিতি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের এ সংবর্ধনার আয়োজন করে সরাইল সমিতি ঢাকা।
অনুষ্ঠানে ৭০ জন কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট, প্রাইজ বন্ড, সার্টিফিকেট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সরাইল সমিতি ঢাকা'র সভাপতি প্রকৌশলী মো. শাহজাহান'র সভাপতিত্বে ও সমিতির সহ- সাধারণ সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ২০২৪ সালের গণভ্যূত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ'র পিতা মীর মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সমিতির সদস্য শেখ মো. শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, সমিতির সহসভাপতি ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক আতাউল করিম আজিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, প্রেসক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, কালীকচ্ছ পাঠশালার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, অরুয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস,জামাতে ইসলামের সভাপতি এনাম খা, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাসুদুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.