মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মোঃ মাহিম (১৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী গ্রামের মোঃ রোমান মিয়ার ছেলে।
মাহিন ঈদের ছুটি কাটাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নানার বাড়িতে যায়। পরে বন্ধু আসিক এর সাথে মোটরবাইকে ঘুরতে বের হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় ভাটেরচর বাস স্ট্যান্ড এলাকায় অজানা পিকাপ ভ্যানের ধাক্কায় নিহত হন। এসময় তার সাথে থাকা আসিক আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত মোটরসাইকেল চালক আসিক (২১) একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.