বিনোদন রিপোর্ট
পাকিস্তানের বিখ্যাত ব্যান্ডদল 'জাল'। নিজস্ব ঘরানা ও ব্যতিক্রমী কথা এবং সুরের বৈচিত্র্যে এই ব্যান্ডটি পাকিস্তানের নিজস্ব সীমানা ছাড়িয়ে পৃথিবীব্যাপী সমাদৃত। নিজেদের গানের ভান্ডার নিয়ে এবার বাংলাদেশের সুর পিয়াসিদের মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় এই ব্যান্ডটি। এটি তাদের বাংলাদেশে দ্বিতীয় সফর।
আগামী ২৭ সেপ্টেম্বর রাতে রাজধানীর ৩০০ ফিটের পূর্বাঞ্চলের এরিনায় অনুষ্ঠিত হবে এই লাইভ কনসার্ট।
এসাইন ও ডিজিটাল ইকোনোমিক ডেভলপমেন্ট ফোরাম (ডিইডিএফ) এর আয়োজনের এই লাইভ কনসার্টের সহযোগিতায় আছে পাকিস্তান হাইকমিশন।
শুক্রবার চট্টগ্রাম ট্যুরিজমে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে এসব তথ্য জানান এই আয়োজনের সাথে সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন এসাইন এর সিইও আনন্দ, মোহাম্মদ জাভেদ, ডিইডিএফ চেয়ারম্যান মজিবুর রহমান শ্যামল, পাকিস্তান হাই কমিশনের অথোরাইজড সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.