স্টাফ রিপোর্টার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক জনাব শামীম আহমেদ এর অপসারণের দাবিতে গত কাল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে ছাত্র-জনতার উদ্যোগে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শাহবাগ থেকে বাংলামটর হয়ে আবার শাহবাগে জাদুঘরের সামনে এসে শেষ হয়। মিছিল অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজে ইউনিভার্সিটির ছাত্র ও সাধারণ জনতা।
মশাল মিছিল শেষে ছাত্র-জনতার পক্ষে বক্তব্য প্রধান কালে বক্তারা বলেন স্বামীম আহাম্মেদ ঢাকা মেট্রো উত্তর কার্যালয় দায়িত্ব পাওয়ার পর থেকে গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা, রামপুরা, রমনা এলাকায় প্রকাশ্য মাদকের ছয়লাব হয়ে গেছে হাত বাড়ালেই ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইন, ভাং, ভায়াগ্রা, ইথাইল সহ সকল ধরনের মাদক পাওয়া যাচ্ছে হর হামেশায়।
এই সময় প্রতিবাদী ছাত্র-জনতা বক্তব্য প্রদান কালে তারা বলেন ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের অধীনস্থ প্রতিটি বারে অবাধে কিশোররা যাতায়াত করছেন যা আগামী প্রজন্মের জন্য ভয়ংকর ক্ষতচিহ্ন। তারা আরো বলেন অবাধে চলছে অশ্লীল নৃত্য গান পরিবেশন এবং টাকার ছড়াছড়ি যার পেছনে রয়েছে এই শামীম আহমেদ চক্রের ছত্রছায়া।
জানা যায় গুলশান এলাকার দায়িত্বরত অফিসার এসআই নাজমুল এই শামীমের সাথে সম্পৃক্ত রয়েছেন।
মশাল মিছিল শেষে তারা আগামী ৭২ ঘণ্টার ভিতরে শামীম আহমেদকে অপসারণের দাবি জানান এবং ৭২ ঘন্টার ভিতরে তাকে অপসারণ করা না হলে হাজার হাজার ছাত্র জনতা কে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিমুখে মার্চ টু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।
এ ব্যাপারে ছাত্র জনতার অভিযোগে অভিযুক্ত শামীম আহমেদকে একাধিক বার চেষ্টা করেও তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.