তবুও আমি লিখি
মোঃ মারুফ হোসেন চৌধুরী
হয়তো আমার লিখার কানা কুড়ি ও দাম নেই।তবুও আমি লিখি।
আমার সুর তোমার কর্ণে পৌছাঁতে নাও পারে।
আমার বাদ্য বাঁধন অভ্র, কবিতায় তোমাকে বেঁধেছি বহু বার।
তুমি অন্তরো জালে বেঁধেছো আমায়।
শীতের রৌদ্রস্নানে তোমাকে নিয়ে
ভর দুপুরে সাঁতার কেটেছি বহু টা পথ।বনো হাসের উষ্ণ জলে খেলা দেখেছি আমরা দুজন।
শেষ বিকেলে পড়ন্ত সূর্যের রুপ, পশ্চিম আকাশ থেকে তোমার কপোলে এক সোনালী টিপ পরিয়ে দিলো বিধাতা।
যার আবীর এসে পড়ে ছিলো তোমারই মুখচ্ছবিতে।
মনে হয়েছে - বিধাতা তোমাকে নিজ হাতে সাজিয়েছেন।
চেতনায়, আদর্শে লালন করি, আমার মনে তোমাকে।
অজানার উদ্দেশ্যে অভ্র পথে মন ভাসিয়েছি।
ঐশ্বর্যের প্রাসাদে রেখেও তোমায় সুখের
সান্নিধ্যে নিতে পারিনি।
হয়তো তোমার অবচেতন মন সুখ খুঁজে নিতে পারে নি।
থাকিতে পারি না তোমার মনের ঘরে।
আমার উপর হাজারো অভিযোগ, অনুযোগ, মান অভিমানের হুলিয়া ঝুলছে।
আমি কবি, গোটা পৃথিবী থেকে হুলিয়া আসুক তাতেও আমার কলম থামবে না।
তামাম দুনিয়াকে ক্ষেপিয়ে কোনো লাভ নেই,
দুনিয়া জানে আমি কবি, আমার আছে ভালোবাসা।
আমি ভালোবাসতে জানি।
তুমি আমাকে সন্মান দিবে কি, দিবে না,
তাতে আমার ভ্রুক্ষেপ নেই।
হয়তো আমার লিখার কানা কুড়ি ও দাম নেই, তবুও আমি লিখি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.