জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাও, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সানা তাকাইচির তাইওয়ান-সম্পর্কিত এক সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের, তীব্র সমালোচনা করেছেন।
সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানে ইশিবাও বলেন, তাইওয়ান সমস্যা চীনের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে জাপানের আগের সরকারগুলো বিতর্কিত মন্তব্য করা থেকে বরাবরই বিরত থেকেছে।
এদিকে, আরেক সাবেক জাপানি প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামা, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সানা তাকাইচির মন্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, সানা সংকট উস্কে দিচ্ছেন এবং সামরিক সম্প্রসারণের অজুহাত হিসেবে একে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, তাইওয়ান চীনের অংশ এবং জাপানের চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।
এ ছাড়া, বিরোধী দলগুলোও প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে। জাপানের সাংবিধানিক গণতান্ত্রিক দলের সদস্য ইচিরো ওজাওয়া স্পষ্টভাবে বলেছেন যে, তাকাইচির কর্মকাণ্ড ‘অত্যন্ত বিপজ্জনক’, কারণ একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে যে দায়িত্ববোধ ও জবাবদিহিতার বোধ আশা করা হয়, তা তার মধ্যে নেই।
টোকিও শিম্বুনে প্রকাশিত এক সম্পাদকীয় নিবন্ধেও তাকাইচির মন্তব্যকে ‘চীন-জাপান যৌথ বিবৃতি’-র লঙ্ঘন বলে আখ্যায়িত করা হয়েছে।
উল্লেখ্য, জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচি সম্প্রতি এক সংসদীয় বিতর্কের সময়, তাইওয়ান সম্পর্কে স্পষ্টতই উস্কানিমূলক মন্তব্য করেন। তিনি তার মন্তব্যে, তাইওয়ান প্রণালীর সমস্যায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপেরও ইঙ্গিত দেন।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.